নরেন্দ্র মোদি সাহেব ভারতের প্রধানমন্ত্রী হলেন। এক বছর যেতে না যেতেই এক বছরের মাথায় তিনি স্লোগান দিলেন, “মেক ইন ইন্ডিয়া”!। শ্লোগানটি রূপায়ণের জন্য তিনি এবং তাঁর ঘনিষ্ঠ সুহৃদ, শ্রী অনিল আম্বানি মহাশয় মার্চ ৫, ২০১৫ এক “ব্রেন-স্টর্মিং” অধিবেশনে মিলিত হয়ে কীভাবে “মেক-ইন-ইন্ডিয়া” পরিচালিত করা যায়, তা নিয়ে মাথা খুঁড়তে বসেন। জ্যোতিষ মতে তখন আম্বানির শনির দশা – সিবিআই আম্বানির কোম্পানির বিরুদ্ধে টুজি স্পেক্ট্রাম কেলেঙ্কারিতে সরকারি চাকুরেদের ঘুষ দিয়ে অন্যায্য সুবিধা আদায়ের অভিযোগের তদন্ত চালাচ্ছে এবং প্রাথমিক তদন্তে এই অভিযোগের সপক্ষে প্রমাণও মিলেছে, আম্বানির কোম্পানিও ঋণ-খেলাপি মামলায় জর্জরিত।
by শুভাশিস মুখোপাধ্যায় | 19 June, 2021 | 1671 | Tags : Finance Capital Rafale Airplanes Narendra Modi Anil Ambani